সাজেক হাউস

মোঃ শহিদুল ইসলাম

“ আমরা করব জয় ”

সাজেক পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে ১৮০০ ফুট। সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক আয়তনে বিশাল (৭০২ বর্গ মাইল), বাংলাদেশের অনেক উপজেলার চেয়েও আয়তনে বড়। সাজেকের অবস্থান খাগড়াছড়ি জেলা থেকে উত্তর-পূর্ব দিকে। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসি বাস করে। চোখ জুড়ানো সৌন্দর্যের নাম সাজেক ভ্যালি। পাহাড় মেঘের রাজত্ব সাজেক ভ্যালি। তবে এ কি শুধুই পাহাড়? এখানে পাহাড় নতুন রূপে ধরা দেয় চোখে। চলে আলোর রোশনাই। মেঘেরা দল বেঁধে এসে ছুয়ে দিতে চায় জনপদ। কখনো কখনো মেঘের আড়ালে হারিয় যায় পাহাড়ের চ‚ড়া। দূরে দৃষ্টি ফেললেই দেখা যায় ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়। সাজেক এমন একটি জায়গা যেখানে ২৪ ঘণ্টায় প্রকৃতির তিনটি রূপই দেখতে পাওয়া যায়। কখনো খুবই গরম একটু পরেই হঠাৎ বৃষ্টি আবার তার কিছু পরেই হয়তো চারদিকে ঢেকে যাবে কুয়াশার চাদরে। কমলা চাষের জন্য বিখ্যাত সাজেক। সাজেকের কমলা বাংলাদেশের সেরা কমলা।

হাউসের অন্যান্য সদস্যবৃন্দ:

শ্রাবণী দাস(কো-হাউস মাস্টার), সজীব মাহমুদ, মো: মাহবুব হাসান, মাকসুদা আক্তার, শম্পা মজুমদার, মুহাম্মদ মুহিবুল্লাহ, শাহেদ মিয়া, জিসান সাবরিনা আলম, মো:শহিদুল ইসলাম, রাবাহ্ মুসাররাত, মো:রুবেল মিয়া, মো: তৌফিকুর রহমান, আসমা পারভীন সীমা, মোসাম্মাৎ মাহফুজা খাতুন, কামরুল আহমেদ, মো:সোহেল রানা, ফারহানা আহম্মেদ।