Music Club

সংগীত সম্পর্কে গ্রিক মনীষী প্লেটো বলেছেন, “গঁংরপ ভড়ৎ ঝড়ঁষ”। খাদ্য যেমন শরীরকে পুষ্টি সরবরাহ করে এবং শক্তি যোগায়, সংগীতও তেমনি আত্মার ক্ষুধা মিটিয়ে চিত্তকে সমুন্নত রাখে। তাছাড়া বর্তমান পৃথিবীতে প্রতিযোগিতায় জয়ী হতে হলে শিক্ষার পাশাপাশি অন্য যেকোনো সৃজনশীল কাজ জানা যেমন জরুরি তেমনি পরাজিত হলে হতাশার আবরণ থেকে বেরিয়ে নতুন উদ্যমে পথ চলার প্রেরণা পেতে সংগীত একটি উৎকৃষ্ট মাধ্যম। তাই “নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ” ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহিত করে থাকে। সেই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে অনেকগুলো সহশিক্ষা সংক্রান্ত ক্লাব পরিচালিত হচ্ছে। মিউজিক ক্লাবের নেতৃত্বে ইতোমধ্যে আমাদের ছাত্রছাত্রীরা সকল জাতীয় দিবস এবং উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করছে। আমরা আশা করি এই ক্লাবের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্যকে লালন করার আগ্রহ সৃষ্টি হবে। যার মধ্য দিয়ে দেশ ও জাতি পাবে অসংখ্য যোগ্য ও দেশপ্রেমী নাগরিক।