Photography Club

আজকের দিনটিকে আগামী দিনের জন্য স্মরণীয় করে রাখতে ফটোগ্রাফি এক অন্যতম মাধ্যম। কখনো কখনো সময়কে প্রকাশ করতে ছবি কথা বলে। তাই এই প্রয়োজনকে সামনে রেখে আমরা গঠন করেছি ‘ফটোগ্রাফি ক্লাব’। সুন্দর মুহূর্ত কীভাবে ক্যামেরায় বন্দি করতে হয় তা এই ক্লাবে আমরা শিক্ষার্থীদের হাতে কলমে শিখিয়ে থাকি। এই ক্লাবে শিক্ষার্থীদের যুগোপযোগী ও স্মার্ট ফটোগ্রাফার হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। একজন শিক্ষার্থীর মনের ইচ্ছা তথা একজন দক্ষ ফটোগ্রাফার হিসেবে গড়ে ওঠার যে মনোবাসনা এই ক্লাব তা পূর্ণতা দানে বদ্ধপরিকর।