চিম্বুক হাউস
কিবরিয়া আহমেদ
“ সত্যই সুন্দর ”
বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিতি অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করবে। এটি সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ১৫০০ ফুট। বান্দরবন শহর থেকে ০৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড় অবস্থিত। চিম্বুক পাহাড় যাওয়ার পথে পুরো রাস্তা আঁকাবাঁকা ও উঁচুনিচু। চারিপাশে সবুজ পাহাড় আর বনরাজি দেখে চোখ জুড়িয়ে যায়। অবাক হয়ে শুধু বলতে হবে এত সুন্দর আমার বাংলাদেশ পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো ছাপিয়ে পড়ছে অন্য পাহাড়ে। এখানে রয়েছে অসংখ্য উপজাতির আবাসস্থল। পাহাড়ের মধ্য দিয়ে সাংগু নদী প্রবাহমান। চিম্বুকের চূড়ায় দাড়ালে ছুঁয়ে দেখা যায় ভাসমান মেঘও।
হাউসের অন্যান্য সদস্যবৃন্দ:
শারমিন আক্তার(কো-হাউস মাস্টার),রুমানা ইয়াসমিন, সোলায়মান আলম, মো:দেলোয়ার হোসেন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মো:জাহিদুল ইসলাম, কাজী মনসুর আকতার, সুমন কুমার ঘোষ, সুমনা ইসলাম, মানিক বাবু, মো: আশিকুর রহমান, দিলারা আলো, আশেকা হোসেন,শাহানারা তুলি, শারমিন আক্তার, নাবিলা জামাল আনিকা, মো: রাকিবুল হাসান, সুমাইয়া হক।