Chimbuk House

Fahmida Haque

“ সত্যই সুন্দর ”

বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিতি অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করবে। এটি সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ১৫০০ ফুট। বান্দরবন শহর থেকে ০৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড় অবস্থিত। চিম্বুক পাহাড় যাওয়ার পথে পুরো রাস্তা আঁকাবাঁকা ও উঁচুনিচু। চারিপাশে সবুজ পাহাড় আর বনরাজি দেখে চোখ জুড়িয়ে যায়। অবাক হয়ে শুধু বলতে হবে এত সুন্দর আমার বাংলাদেশ পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো ছাপিয়ে পড়ছে অন্য পাহাড়ে। এখানে রয়েছে অসংখ্য উপজাতির আবাসস্থল। পাহাড়ের মধ্য দিয়ে সাংগু নদী প্রবাহমান। চিম্বুকের চূড়ায় দাড়ালে ছুঁয়ে দেখা যায় ভাসমান মেঘও।

হাউসের অন্যান্য সদস্যবৃন্দ:

(কো-হাউস মাস্টার), মোঃ শহিদুল ইসলাম, মোঃ সালাউদ্দিন ইউসুফ, আব্দুল আউয়াল, গৌতম বিশ^াস, মোঃ সুমন খান, মুহাম্মদ মুহিবুল্লাহ, কিবরিয়া আহমেদ, মোঃ নজরুল ইসলাম, ফাহমিদা আলম, জেসমীন আক্তার যুথি, আরাশাতুল ফাতেমা সুলতানা, ফারজানা মেহবুব, সৈয়দা মুর্শেদা আফরিন, জাকেরা বিলকিস, রাবাহ্ মুসাররাত  ।