বিজয় হাউস
সুব্রত মিত্র
“আমরা শক্তি আমরা বল”
বাংলাদেশের দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয় এর নামেই হয়েছে এই হাউসের নাম। বিজয়ের উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট (সূত্র: মাধ্যমিক ভ‚গোল) ১৩৭২ মিটার বা ৪৫০০ ফুট (সূত্র: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন)। এটি বান্দরবান জেলার রুমা উপজেলার সদ থেকে ২৫ কিলোমিটার দূরে রেমাক্রী পাংশা ইউনিয়নের সাইচল পর্বতসারিতে অবস্থিত। স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় আর ‘ড’ শব্দের অর্থ পাহাড়। এ দুটি শব্দর থেকে তাজিংডং র্বতের নামকরণ করা হয়। সরকারি ভাবে, একে বিজয় পর্বত নামে সম্বোধন করা হয়। এ পর্বতের পাশে একটি উপজাতীয় পল্লী রয়েছে। যাদের বিচিত্র সংস্কৃতি দেখার মতো। তবে যাত্রাপথ অত্যন্ত কষ্টসাধ্য বিশেষ করে বর্ষার মৌসুমে। দূর্গম ও পাহাড়ী এলাকার দৃশ্য খুবই মনোরম। শুষ্ক মৌসুমে অনেক পর্যটককে এডভেঞ্চার হিসাবে পায়ে হেটে বিজয় পর্বতে আরহন করতে দেখা যায়।
হাউসের অন্যান্য সদস্যবৃন্দ:
লাবনী (কো-হাউস মাস্টার), তানিয়া পারভীন, আবদুল আউয়াল, মোহাম্মদ মেহেদী হাসান, মো:সুমন খান, মো:সালাহউদ্দীন ইউসুফ, আফসানা জাহান, ঈশিতা আক্তার, সুমন বাদশা, রেনেসাঁ হক, তাসমিয়া রহমান, ফারজানা মেহবুবা, নাফিসা নাওয়াল, আঞ্জমান আশরাফী মিলা, মো:রায়হান কবির, তানজিনা মতিন।