Art Club
ছবি আঁকা বা শিল্পকলার উদ্ভব হয়েছে আজ থেকে হাজার বছর আগে সেই আদিম মানুষের হাত ধরে। প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, সভ্যতার অনেক উপাদানই ধ্বংস হয়ে গেছে টিকে আছে শুধু শিল্পকর্ম। শিল্পকলার উদ্দেশ্য হল মানুষকে আরো মানবিক করা, ভেতরের মনুষত্বকে জাগরিত করা। শিল্প কলা শুধু সৌন্দর্যবোধের উন্নতি ঘটায় না, ব্যবহারিক জীবনে মানুষ যাতে সবকিছু সুষ্ঠু ও সুশৃংখলভাবে গড়তে পারে এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত যাবতীয় জিনিসের মধ্যে সৌন্দর্যের সমাবেশ ঘটাতে পারে সে মানসিকতাও তার মধ্যে গড়ে তোলে শিল্পকলা চর্চা।
আমাদের ক্লাবের পথচলা ও ভাবনা রঙ তুলিতে স্বপ্ন আঁকি
ছবি আঁকা প্রতিটি শিশুর স্বপ্ন প্রকাশের জায়গা। আমরা সেই জায়গাকে যত বিস্তৃত করব, তাদের চিন্তার উৎকর্ষ তত বৃদ্ধি পাবে। আমাদের ছবি আঁকার ক্লাবের মোটো “ রঙ তুলিতে স্বপ্ন আঁকি ” শিশুদের ছোট বড় স্বপ্ন, ভবিষ্যৎ সুচিন্তা পূরণের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই ক্লাব। রঙ এর ধারণা, ছবি আঁকার বিভিন্ন মাধ্যম ও তার ব্যবহার, উপকরণ, কৌশল, প্রয়োগ প্রভৃতি বিষয়ে হাতে কলমে শিক্ষা দেয়া হয়। সৎ, সুন্দর, মানবিক, সামাজিক গুনাবলি সমৃদ্ধ মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে ছবি আঁকার ক্লাব। শিক্ষার্থীদের নিজ পছন্দের ভিত্তিতে শিক্ষার্থী সদস্য নির্বাচন করা হয়। শিক্ষার্থীদের অনুশীলন ও আনন্দময় কাজগুলোর প্রদর্শনীর আয়োজন করা হয় এই ক্লাব থেকে। প্রতিষ্ঠানের সকলে মিলে এই আয়োজন আরও আনন্দময় করে তোলে। শিশু শিক্ষার্থীদের মনোবল আরও বেড়ে যায়। তারা এগিয়ে যায় আরও বড় স্বপ্নের দিকে।